Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার ॥ কোন নিরপরাধ মানুষকে পুলিশ দ্বারা হয়রানী করতে দেবনা

বানিয়াচং প্রতিনিধি ॥ জেলার প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার সাংবিধানিক দায়িত্ব পুলিশ বাহিনীর। হবিগঞ্জের মানুষের প্রত্যাশা পুরণে সকলের সহযোগীতায় আইনের সর্বাত্মক প্রয়োগে আমার কোন অবহেলা থাকবেনা। জেলার কোন নিরপরাধ মানুষ আমার পুলিশ দ্বারা হয়রানী করতে দেবনা। আইনের যে কোন অপপ্রয়োগ বিষয়ে সরাসরি অবগত করবেন। সম্প্রতি শাল্লায় পলো বাওয়াকে কেন্দ্র করে হতাহতের ঘটনার মামলায় নিরপরাধ কাউকে সম্পৃক্ত করা হবে না। তবে বেআইনী পলো বাওয়া বন্ধ করার নিশ্চয়তা পেলে কয়েক হাজার মানুষকে আসামী করে দায়েরকৃত মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতর আলী, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম, সুনামগঞ্জের দিরাই সার্কেল এর এএসপি এসএম ফয়সল, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (উত্তর) মোঃ সাজেদুর রহমান, আজমিরীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈমুর বখত চৌধুরী, বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাস্টার। বানিয়াচঙ্গের ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম এর সঞ্চালনায় এবং  ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী ও ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব এর পরিচালনায় বক্তৃতা করেন শিবাপাশা ইউ.পি চেয়ারম্যান তকছির মিয়া, বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, শিবপাশা’র ডা: ছাদেকুল আমীন চৌধুরী, মেম্বার মিজানুর রহমান, কাজী মাওলানা আতাউর রহমান, আলী রহমান মাস্টার, গোলাম কিবরিয়া লিলু, সর্দার আমির হোসেন নিয়াশা, হাজী ফরিদ উল্লা, মজলিশপুর সর্দার সাহেদ আলী, ব্যবসায়ী শাহজাহান মিয়া, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল প্রমুখ।