Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জে সংঘর্ষে আহত লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনকে ঢাকা স্কয়ারে হাসপাতালে প্রেরন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনকে গত বৃহস্পতিবার রাত ১টায় সিলেট ইবসেসিনা হাপাতাল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি প্রেণ করা হয়েছে। প্রকাশ, গত ২৮ ডিসেম্বর সকালে ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই আলীম উদ্দিন এর মধ্যে জায়গা ও বাজারের মদিনা মার্কেটে দোকান ঘর নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে গিয়াস উদ্দিন গুরুতর আহত হলে তাকে সিলেটের ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১০/১২টি পিকলের আঘাত রয়েছে বলে জানা গেছে। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে রাজধানরি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে অপর আহত জয়নাল আবেদীন (৪৮) গত ২ মার্চ রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে আলিম উদ্দিনকে প্রধান করে ৩৯জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ইনাতগঞ্জ বাজার থেকে সুরঞ্জিত ও ইশ্বাক উদ্দিন নামে দু’জনকে গ্রেফতার করেছে। এদিকে জগন্নাথপুর থানায় অপর পক্ষের আলিম উদ্দিন বাদী হয়ে আবুল কালামকে প্রদান করে ২৯জনের বিরুদ্ধে একটি মারামারির মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার উক্ত মামলায় ১৭জন বিবাদী সুনামগঞ্জ মাননীয় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সম্প্রতি ১জন নিহত ও অপর ১জন গুরুতর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।