Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে নবীগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নুতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকির চৌধুরী এমরানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী রিপনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিহাব চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাহেব আলী, আল হেলাল, আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, সাহেদুল ইসলাম চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী, আব্দুল মুকিত, বেলায়েত হোসেন বেলাল, ডাঃ বাবুল দেব, এড. ফজলুল হক, কামরুজ্জামান চৌধুরী, এমদাদুর রহমান লেবু, বদরুল আলম, এ কে আজাদ লেবু, শাহজাহান চৌধুরী, মিজানুর রহমান, আব্দুস শহীদ, ফরান আহমেদ ছানু, মেহেদী হাসান জসিম, মাঃ রোমন আহমদ, খালেদ আহমদ, অলিউর রহমান অলি, জিয়াউর ইসলাম, নুরুল আমীন, নুরুল আমীন চৌধুরী, সাইদুর রহমান, মাহিন আলম মহসিন, আবু তাহের, আক্তার উদ্দিন, সমুজ মিয়া, ছানু মিয়া, হিলাল মিয়া, জাবেদ চৌধুরী, শেখ স্বপন, আকবর আলী, কুরুশ মিয়া, সাইদুর মিয়া, সৌরভ মিয়া, সিকান্দার মিয়া, স্বপন মিয়া, খোকন মিয়া, সমছু মিয়া, আলী নুর, শেখ ফারুক, সেলু মিয়া, চুনু মিয়া, জুলহাশ চৌধুরী, হারুন মিয়া, সাইদুর মিয়া, হাদী মিয়া,সাবেল মিয়া,আলকাছ মিয়া, কামরুল হোসেন, জিতু মিয়া  প্রমূখ। সমাবেশে বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক রহমানের উপর দায়েরী সকল মামলা এবং গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি কেন্দ্রীয় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।