Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ১৮ দলীয় জোটের কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রীসভা হতে পদত্যাগের পরও মন্ত্রীসভার বৈঠক করে সংবিধান লংঘনের প্রতিবাদে হবিগঞ্জে কালো পতাকা মিছিল করেছে ১৮ দলীয় জোট। গতকাল সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে মিছিলটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে সারা শহর প্রদণি করে। পরে পৌর মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব জি কে গউছ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজ আলী খান, এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন ও এডভোকেট সামছু মিয়া চৌধুরী, উপদেষ্টা এম এ মন্নাফ, গোলাম মোস্তফা রফিক, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মোঃ মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী মোঃ এনামুল হক, প্রচার সম্পাদক সরদার মোঃ আইয়ুব আরী পোদ্দার, সদর থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জামায়াত নেতা কাজী মহসিন আহমেদ, মাওলানা শেখ আব্বাস আলী, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাংগঠনিক কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, জাসাদ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা শিবির সভাপতি খলিলুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম সাজন প্রমুখ।