Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বেকারীগুলোতে উৎপাদিত হচ্ছে নিম্নমানের খাদ্য ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সর্বত্র বেকারীগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্যসহ সব ধরণের নিম্নমানের খাদ্য উৎপাদন হচ্ছে। উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, শাহজাহানপুর, জগদীশপুর, নোয়াপাড়া, ছাতিয়াইন, বাঘাসুরা, বুল্লাসহ প্রায় প্রতিটি ইউনিয়নের বিভিন্ন বাজার সহ উপজেলা সদরে অস্বাস্থ্যকর নোংরা ও বিএসটিআই অনুমোদন ছাড়াই শুকনো খাদ্য উৎপাদন এবং বাজারজাত করে যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এসব দেখভাল করার কেউ নেই। এসব বেকারীর উৎপাদিত খাদ্য খেয়ে শিশু থেকে যুবক বৃদ্ধসহ সব বয়সের লোকেরা পেটের পীড়া সহ নানা অসুখে আক্রান্ত হচ্ছে। উপজেলার তেলিয়াপাড়া শাহেনা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত লাকী হোটেলের ভিতরে দরজা জানালা বন্ধ করে লোক চক্ষুর অন্তরালে বি.বাড়িয়া বেকারী নামে এমন একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গত কয়েক মাস ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন করে বাজারজাত করে আসছে। এ বেকারীগুলোতে ব্যবহৃত হচ্ছে পঁচা ডিম, খাবার অনুপযোগী ভোজ্য তেল, ময়দা, আটাসহ অন্যান্য ক্ষতিকর উপকরণ। ধুলাবালি ও নোংরা অবস্থায় খাদ্য সামগ্রী উৎপাদন করছে এসব বেকারী। এসব পণ্য বাজারজাত করণের জন্য খাদ্য মান নিয়ন্ত্রন প্রতিষ্ঠানের কোনো অনুমতি পত্রও নেই বলে জানা গেছে।