Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রংধনুর সাহিত্য আসর

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৮ ফেব্র“য়ারী শনিবার নবীগঞ্জ শহর সংলগ্ন এক সবুজ রূপসী প্রান্তরে, সোনালী বিকেলের মনোহর পরিবেশে নবীগঞ্জ রংধনু সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্টিত হয়েছে সাহিত্য আসর। উক্ত আসরে স্বরচিত কবিতা পাঠ করেন রংধনু সাহিত্য পরিষদের সভাপতি কবি রংধনুরাজ মিল্টন, কবির শান্তির নিশান কবিতার কয়েকটি পঙতি- “দুর্ণয় দুরাশায় ব্যভীচারী মন/পণ করি অদ্য সবাই করিবো বর্জন, হৃদে পুষে অফুরাণ প্রণয় বীর্যবান/ গুনে ধরা সমাজে উড়াবো শান্তির নিশান…। পর্যায়ক্রমে স্বরচিত কবিতা গুলো পাঠ করেন সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ হৃদয় রাজ শাওন, কবিতার (মেঘেরকেতন) কয়েকটি লাইন হলো-আকাশ ঢাকিয়া দিলো কে’রে?/ নিকশ কালো ছায়ায় বেড়ে/হেরে নয়ন জুড়ে কেমন?/ উড়ে যে যায় মেঘের কতন…। এরপর স্বরচিত কবিতা পাঠ করেন সাংগঠনিক সম্পাদক কবি স্বপ্নরাজ ছাদেক, কবির (ঐক্য একতা) কবিতার কয়েকটি পঙতি হলো একতাহীন সমাজে ভিক্তের মেলা/ সততার ভাঙ্গনে বিনষ্ট সমাজ/ হায় হায় সুরের লহর সময়ের কান্নায়…। পরিশেষে স্বরচিত কবিতা পাঠ করেন প্রচার সম্পাদক কবি মোঃ কপিল উদ্দিন। কবি তার (এ কী বসন্ত) কবিতায় লিখেছেন এ কী বসন্ত এলো আজ/শুণ্য হাতে অ¤্র তরুণ/ হারালো মুকুল সাজ/ অ¤্র কানন গন্ধ হারা আজ…। এছাড়া উক্ত সাহিত্য আসরে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবি ছালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কবি মোশারফ খান স্বপন, সদস্য মোঃ শরীফ উদ্দিন, সুয়েব আহমেদ কিশোর প্রমূখ। কবিতা পাঠ শেষে উপস্থিত কবিগণ সাহিত্যের নানা বিষয়ে আলোচনা করেন। সবাই নবীন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে, সমবেত কন্ঠে বলেন’ এসো সাহিত্য নীড়ে প্রবেশ করি, ছন্দময় সু-শ্রী সমাজ গগি’।