Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আতুকুড়া গ্রামে অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামে অগ্নিকান্ডে ৬টি বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রনে আনতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় এসএসসি পরিক্ষার্থী দেলোয়ার হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে আতুকুড়া গ্রামের নোয়াহাটির আমেরিকা প্রবাসী ছালামত খানের বাড়ীতে বসবাসকারী রজব আলীর বসত ঘরে বিদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটে। মহুর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী নুর মিয়া, তার ভাই খালেক মিয়া, আনোয়ার মিয়ার ঘর পুড়ে যায়। আগুনে নুর মিয়ার ঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়। এছাড়া রজব আলীর আড়াই লাখ টাকা, মিলন মিয়ার ২ লাখ টাকা, খালেক মিয়ার ৩ লাখ টাকা ও আনোয়ার একটি ঘর পুরে ২ লাখ টাকা ক্ষতি সাধিত হয় বলে জানান ক্ষতিগ্রস্থরা। খবর পেয়ে বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ক্ষতিগ্রস্থ নুর মিয়া জানান, ঘরের ভিতরে থাকা নগদ টাকা, গরুসহ সকল মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আফসার উদ্দিন জানান, আগুনে দুটি বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। আর ৩টি বাড়ীর ৩/৪টি ঘর পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরিক্ষার্থী দেলোয়ার হোসেন, ঝুমা আক্তার, রোজিনা আক্তারসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দেলোয়ার হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।