Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের রশিদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত সাড়ে ৫ ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের রশিদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে কয়েকঘন্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাহুবল উপজেলার রশিদপুর রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেটগামী উদয়ন সুরমা মেইল ও কুশিয়ারা ট্রেন শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বগিটি উদ্ধার করার পর বেলা সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
নবীগঞ্জে জ্যোৎস্না হত্যাকান্ডের সাথে
জড়িত সদর ঢাকা থেকে গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের পৌর কাউন্সিলর মিজানুর রহমান এর বাড়ির সীমানা প্রাচীর থেকে হবিগঞ্জের উচাইল গ্রামের জ্যোৎস্না বেগম (৩২) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নবীগঞ্জের সদর মিয়া (২৫)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সদর মিয়া নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। হত্যা ঘটনার প্রায় দুই মাস ১৮দিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: লিয়াকত আলীর নির্দেশে এসআই আশিকুল ইসলাম এর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার জুরাইল কদমতলি এলাকার ভাড়া বাসা থেকে গতকাল রোববার ভোর ৫টার সময় তাকে গ্রেফতার করে। এর আগে ২২ ফেব্র“য়ারী নবীগঞ্জ শহরের বানিয়াচং রোড এলাকা থেকে সিএনজি অটোরিক্সা চালক মো: তাজ উদ্দিনকে আটক করে পুলিশ। তাজ উদ্দিন উপজেলার করগাঁও ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের মৃত কুবাদ উল্লার পুত্র।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর ভোরে গন্ধা গ্রামের বাসিন্দা নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজানের বাড়ির সীমানা প্রাচীর থেকে জ্যোৎস্না বেগমের ঝুলন্ত মৃত দেহ দেখে ওই গ্রামের এক মহিলার সুরচিৎকারে গ্রামের অনেকেই এসে মৃতদেহ দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। মৃতদেহ সুরতহাল করার সময় পুলিশ একটি টিরকুট উদ্ধার করে। টিরকুটের সূত্র ধরে মৃতদেহের পরিচয় সনাক্ত করে পুলিশ। নিহত জ্যোৎস্নার পিতার নাম সামছু মিয়া। বাড়ি হবিগঞ্জ সদরের উচাইল চারিনাও গ্রামে। স্বামীর বাড়ি বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামে।