Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাহাড়িকা ট্রেনে পেট্রোল বোমা ॥ শিবির নেতা সহ সন্দেহভাজন ৬জন আটক ॥ ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন ॥ ধরিয়ে দিতে ডিআইজি ও এসপি’র পুরস্কার ঘোষনা ॥ আহতদের জেলা প্রশাসকের অনুদান

পাবেল খান চৌধুরী/জালাল উদ্দীন রুমি ॥ সুতাং রেল স্টেশনের অদুরে পাহাড়িকা ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শিবির নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার সাতবর্গ গ্রামের স্বপন রায়ের পুত্র সজল রায় (২৮) হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপির উত্তর নোয়াপাড়া গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র সাহাব উদ্দিন (১৮), একই উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র আব্দুল সোবহান (৩০), হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত রঙ্গু মিয়ার পুত্র হেলাল মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ থানার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের মৃত আনোয়ার আলীর পুত্র সুজন মিয়া, (১৮) ও চুনারুঘাট থানার সুন্দরপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র চুনারুঘাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক বায়তুল মাল সম্পাদক আমির হোসেন নোমান (১৮)। তাদেরকে গতকাল রবিবার শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায়া মামলা হয়েছে।
প্রকাশ, আখাউড়া-সিলেট রেল সেকশনের সদর উপজেলার সুতাং স্টেশনের অদুরে রাধাপুর নামক স্থানে চট্টগ্রাম থেকে সিলেটগামী চলন্ত আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে গত শনিবার রাত ৯ টার দিকে দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুড়ে মারে যাত্রীদের উপর। বোমাটি জানালা দিয়ে ভেতরে গিয়ে পড়ে আগুন ধরে যায়। এতে ট্রেনের যাত্রী উল্লেখিত হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউপির এড়ালিয়া গ্রামের মৃত কেছলি মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫) ও তার মেয়ে আমিনা বেগম (১৮), বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর গ্রামের মোহন রুদ্র পালের ছেলে মাধব রুদ্র পাল (৩০)। এসময় যাত্রীরা আত্মরার্থে ট্রেনে ছুটাছুটি শুরু করে। এরই মধ্যে রাত সোয়া ৯ টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জ ষ্টেশনে পৌছুলে ষ্টেশন মাষ্ঠার জাহাঙ্গীর আলম শায়েস্তাগঞ্জ থানাকে অবগত করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হকের নেতৃত্বে থানার এস, আই মোবারক হোসেন, একদল পুলিশ নিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ১১ টার দিকে রোগীদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিজিবি, জিআরপি পুলিশ এবং মাধবপুর, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদিকে গতকাল রোববার বিকালে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম, হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ডিআইজি নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, আখাউড়া সিলেট রেলওয়ে সেকশন, হবিগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের যে কোন এলাকায় পেট্রল বোমা, ককটেল হামলাসহ নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু নাশকতাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আরো যে সকল দূর্বৃত্ত রয়েছে এদেরকে যারা সঠিক তথ্য দিয়ে আসল অপরাধীদের ধরিয়ে দিবেন তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এদিকে গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকেও নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র্র ২০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেন। জেলা পুলিশের পুরস্কারের ঘোষনাটি নিশ্চিক করেন সহকারি পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির।
অপরদিকে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন পেট্রল বোমায় আহতদের চিকিৎসার্থে প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষনা দেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক ও মাধবপুর থানার ওসি তদন্ত আজমিরুজ্জান।
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রেলওয়ের একজন গার্ড বাদী হয়ে অজ্ঞাত ১৫/২০ নামে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।