Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে গৃহবধূকে নিয়ে স্বামী ও প্রেমিকের মধ্যে মামলা পাল্টা মামলা ॥ পেট্রল বোমা নিক্ষেপ

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়ুরা গ্রামে এক গৃহবধূকে নিয়ে স্বামী ও প্রেমিকের বাড়ীর লোকজনের মধ্যে মামলা পাল্টা মামলা ও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগে ওই গৃহবধূ আকলিমার আক্তার মুক্তার স্বামী আমির হোসেন, তার পিতা মজনু মিয়াসহ অন্যান্যদের আসামী করে তার প্রেমিক সুমনের পিতা উপজেলার জাতীয় পার্টি (এ) সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির’র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে পূর্ব শত্রতার জের ধরে তারা আক্তার হোসেন মনির’র বাড়ীতে পেট্রল বোমা নিক্ষেপ করে। একটি বোমা আক্তার হোসেন মনিরের ঘরের জ্বানালায় পড়ে ক্ষতিগ্রস্থ হয়। এ ব্যাপারে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান-পূর্ব বিরোধের জের ধরে এ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ দেড় লিটার বোতলে অকটেন ভর্তি অবিস্ফোরিত অবস্থায় তিনটি পেট্রল বোমা উদ্ধার করেছে। একটি বিশ্বস্থ সূত্র জানায়-মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়ুরা গ্রামের মোঃ মজনু মিয়ার মেয়ে আকলিমা আক্তার মুক্তা (২৫) এর সাথে একই এলাকার জাপা সাধারন সম্পাদক আক্তার হোসেন মনিরের ছেলে মোঃ সুমন মিয়া (২৭)’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মুক্তার পরিবার বিষয়টি টের পেয়ে ২০০৮ সালের মার্চ মাসে ঢাকা ক্ষিলক্ষেতের মোয়াজ্জেম হোসেন দর্জির ছেলে আমির হোসেন দর্জি (৩০)’র সাথে বিয়ে দেয়। বিয়ের পরও মুক্তা সুমনের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। ফলে কয়েকবার মুক্তা স্বামী বাড়ী থেকে সুমনের কাছে চলে আসে। গত ৭ জানুয়ারী মুক্তা স্বামীকে তালাক দিয়ে সুমনের কাছে চলে আসে। বিষয়টি টের পেয়ে সুমনের পিতা আক্তার হোসেন মনির স্থানীয় চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের দ্বারস্ত হন। পরে চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ মুক্তাকে স্থানীয় মাসুমের জিম্মায় দিয়ে মুক্তার স্বামীর বাড়ীর লোকজনকে সাথে নিয়ে বিষয়টি মিমাংসা করার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে মুক্তার স্বামী আমির হোসেন এলাকায় উপস্থিত হয়ে তার স্ত্রী মুক্তাকে ঢাকায় নিয়ে যায়। ফেব্র“য়ারী মাসের শেষ দিকে মুক্তা কৌশলে ঢাকা থেকে পালিয়ে এসে তার স্বামী, পিতা ও মার বিরুদ্ধে কাসিমনগর পুলিশ ফাঁড়িতে একটি জিডি করে আবারও মাসুমের বাড়ীতে আশ্রয় নেয়। অপর দিকে মুক্তার স্বামী আমির হোসেন গত ২৪ ফেব্র“য়ারী ক্ষিলক্ষেত থানায় মুক্তা, তার প্রেমিক সুমন ও সুমনের পিতা আক্তার হোসেন মনিরকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করে।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এব্যাপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হেসেন জানান, তাদের মধ্যে পুর্ব বিরোধ ছিল। ঘটনার তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।