Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আমন ধান কাটা শুরু মূল্য সন্তোষজনক না হওয়ায় কৃষকরা হতাশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উৎসব মুখর পরিবেশে চলতি মৌসুমে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এবার উপজেলায় ফলন ভালো হয়েছে। তবে ধানের দাম আশানুরূপ না পাওয়ায় কৃষকরা অনেকটাই হতাশ। কৃষকদের সাথে আলাপ করলে তারা জানান, কষ্ট করে ফসল ফলালে কি হবে বাজারে ধানের উপযুক্ত মূল্য পাওয়া যায় না। উপজেলা কৃষি অফিসের হিসাব মতে এ বছর উপজেলায় প্রায় ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২০ হাজার টন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। চলতি সপ্তাহে নবীগঞ্জে বারার হাওর, গুদিবিল, জুয়ালভাঙ্গা, বড় হাওরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে ধান কাটার মহোৎসব। কৃষকরা জানান অতিরিক্ত মূল্যে বীজ, সার, কীটনাশক, ডিজেলসহ নানা উপকরণ কিনে চাষাবাদ করেছেন তারা। তাই দানের দাম যদি আশানুরূপ না হয় তাহলে তাদের পুষাবে না কোনভাবেই।
কৃষকেরা জানিয়েছেন, এত কম দামে ধান বিক্রি করে তাঁদের উৎপাদন খরচের টাকাই ঠিকমত উঠছে না। অন্যদিকে মৌসুমের শুরুতেই ধানের দাম কম হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা মহাজন এবং পাওনাদারদের টাকা পরিশোধের ব্যাপারে দুঃশ্চিন্তায় পড়েছেন। কৃষকেরা বলেছেন ধানের দাম ন্যুনতম ৮০০ থেকে ৯০০ টাকা না পেলে কোন ভাবেই পোষাবে না।
ধানের দরপতনে নবীগঞ্জে কয়েক হাজার কৃষকের কষ্টার্জিত নতুন ধান ঘরে তোলার আনন্দকে ম্লান করে দিয়েছে। একাধিক কৃষক জানান এ বছর বৃষ্টি হওয়ায় পোকার আক্রমন ছিল কম।