Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে ৪টি হোটেলকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভেজাল খাদ্য তৈরী, নোংরা পরিবেশে বিক্রি ও তৈরী খাবারে আয়োডিন না থাকায় ৪টি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের প্রধান সড়কের কোর্ট মসজিদ, টাউন হল ও চৌধুরীবাজার খোয়াই মুখ এলাকায় সহকারী কমিশনার হেলেনা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোর্ট মসজিদ এলাকার কলাপাতা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা, দারুচিনি হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ৩ হাজার টাকা, টাউন হল এলাকার মধুবন রেস্তোরা থেকে ৩ হাজার টাকা এবং চৌধুরীবাজার খোয়াই মুখ এলাকার উজানভাটি হোটেল থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে হবিগঞ্জ সদর থানার এস আই নাজমা বেগমের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। এ ব্যাপারে সহকারী কমিশনার হেলেনা পারভীন জানান- ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩ ধারা অনুসারে এ অভিযান পরিচালিত হয়েছে।