Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ইউনিয়ন ভূমি অফিসে আগুন ॥ দু’টি মৌজার মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা ২ নং সদর উত্তর পশ্চিম ইউনিয়নের আদর্শবাজার সংলগ্ন দক্ষিণে লগুচৌধুরী পাড়াস্থ ৩নং ইউনিয়ন ভূমি অফিসে বুধবার দিবাগত রাতে দুর্র্বৃত্তরা আগুন দিয়েছে। ফলে উপজেলার ৫, ৬ ও ৭ নং ইউনিয়নের বেতাকান্দি ও মশাকুলী চর মৌজার ৩৩টি হোল্ডিং পুড়ে ছাই হয়ে গেছে। ভূমি অফিসের উপ-সহকারী ভূমি অফিসার মোঃ কুতুব উদ্দিন জানান, অফিসে কোন নৈশ প্রহরী নেই। রাতে বাউন্ডারী ছাড়া অফিস অরক্ষিত অবস্থায় থাকে। ঘটনার প্রেক্ষিতে ধারণা করা যায় শেষ রাতে জানালা খোলে বাইরে থেকেই সলতাযুক্ত বোতলে তরল দাহ্য পদার্থ দিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, ইন্সপেক্টার বিশ্বজিৎ দেব, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, বানিয়াচং সদর উত্তর পশ্চিম ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও স্মৃতি চ্যাটার্জি কাজল।