Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে টেকাদিঘীর বয়লার ও অটো মিলের কালো ধুয়ায় জনস্বাস্থ্য হুমকীর সম্মূখীন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদিঘীর বয়লার ও অটো মিলের কালো ধুয়ায় দুষিত পরিবেশ রক্ষার জন্য আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন পরিবেশ বান্ধব সচেতন নাগরিক সমাজ। এ লক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাজী আব্দুর রহমান বুরহানীর বাসভবনে অনুষ্টিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল আহমদ চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, সাজান সিরাজী, শেখ নুরুল ইসলাম, মনর উদ্দিন, আব্দুল আলীম ইয়াসিনী, মহিবুর রহমান চৌধুরী ও নুরুল আমীন প্রমূখ। সভায় বলা হয় টেকাদিঘীর বয়লার ও অটো মিলের কারনে ওই এলাকায় অবস্থিত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্টান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাগরিক সমাজের দৈনন্দিন কর্মকান্ড ব্যহত হচ্ছে। মারাত্মক ভাবে জনস্বাস্থ্য হুমকীর সম্মুুখীন রয়েছে। ফলে আশপাশের বাসাবাড়ির শিশু বাচ্চাসহ নাগরিকদের নানা রোগে আক্রান্ত হতে হয়েছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছিল। নেতৃবৃন্দ অনতিবিলম্বে উক্ত বয়লার ও অটো মিল বন্ধ করে তার লাইসেন্স বাতিলের দাবী জানান। অন্যথায় পরিবেশ রক্ষায় সচেতন নাগরিক সমাজ অচিরেই মানববন্ধনসহ আন্দোলনের কর্মসূচী নিয়ে মাঠে নামবে।