Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

র‌্যাফেল ড্র’র নামে নবীগঞ্জ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ র‌্যাফেল ড্র’র নামে নবীগঞ্জ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। নবীগঞ্জ উপজেলার বিভিন স্থানে কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য সিএজি অটোরিক্সা ও মিনি ট্রাকে দৈনিক স্বপ্নপুরী র‌্যাফেল ড্র নামে ব্যানার লাগিয়ে ২০ টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতি টিকেট। রাত ১১ টায় লটারির ড্র অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রতারক চক্রের এক সদস্য। এদের ফাঁদে পড়ে শ্রমিক, দিন মজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতারণার শিকার হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার পূর্ব সীমান্তে মৌলভীবাজার জেলার আথানগিরি বসন্ত মেলা চলছে। মেলায় র‌্যাফেল ড্র’র নামে শুরু করেছে লটারির জমজমাট ব্যবসা। মৌলভীবাজারের বিভিন্ন এলাকাসহ এবার নবীগঞ্জ উপজেলায় এসে সাধারণ মানুষকে প্রতারিত করছে। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য সিএজি অটোরিক্সা ও মিনি ট্রাকে দৈনিক স্বপ্নপুরী র‌্যাফেল ড্র নামে ব্যানার লাগিয়ে ২০ টাকা করে বিক্রি করে প্রতি টিকেট। রাত ১১ টায় লটারির ড্র অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রতারক চক্রের এক সদস্য।
২০ টাকায় টিকিট কিনলে মোটর সাইকেল, ফ্রিজ, টিভি, বাইসাইকেল, ফ্যানসহ বিভিন্ন পুরস্কার পাওয়ার লোভে রিক্সা চালক, শ্রমিক, দিন মজুর, ছাত্র ও ক্ষুদ্র ব্যবসায়ী জনপ্রতি ১০ থেকে ২০ টি করে টিকেট ক্রয় করছেন। এভাবে প্রতিদিন নবীগঞ্জ থেকেই হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
এভাবে অবৈধ ব্যবসার লোভে পড়ে মানুষ কষ্টার্জিত টাকা লটারীতে ঢেলে দিচ্ছে। এ ব্যবসা বন্ধ করতে সচেতন মানুষ প্রশাসনের কাছে জোর দাবী জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের আথানগিরী এলাকায় যাত্রাগানের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও বাম্পারসহ অসামাজিক কার্যকলাপে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নবীগঞ্জের দিনারপুর পরগনাসহ স্থানীয় লোকজন আন্দোলন করেছে। এবার বসন্ত মেলার নামে অভিনব পন্থায় র‌্যাফেল ড্র’র নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে বলে সাধারণ মানুষ জানিয়েছে।