Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে সেলিম ॥ গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার

প্রেস বিজ্ঞপ্তি ॥ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহনযোগ্য জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র পূনরুদ্ধার, কেন্দ্রীয় ও স্থানীয় সকল রাজবন্দীর মুক্তির দাবীতে এবং দেশব্যাপী বিচার বহির্ভূত হত্যাকান্ড, নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতন, হামলা-মামলা ও গণ-গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল সোমবার সকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিমের নেতৃত্বে শহরের পোদ্দার বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন, জনগণের সকল গনতান্ত্রিক অধিকার হরণ করে দেশকে আজ সংঘাতের দ্বারপ্রান্তে দাড় করিয়ে অবৈধ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা মিথ্যার আশ্রয় নিয়ে বিরোধী জোটের গণতান্ত্রিক আন্দোলনকে নাশকতা ও জঙ্গীরোধে উপস্থাপনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার দলীয় লোকজন এবং এজেন্টরা সু-পরিকল্পিত ভাবে এ সব নাশকাত চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও হবিগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আবুল হাসিম, জেলা বিএনপি নেতা সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, এডভোকেট কামরুল হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের য্গ্মু আহবায়ক এম এ মন্নান, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লা নোমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছু ইসলাম মতিন, জেলা তৃণমূলদলের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুুরী, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, জেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জাতীয় পার্টি (জাফর) আহবায়ক তুরাব আলী, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, জেলা যুবদল নেতা এস এম মানিক, জাপা নেতা (জাফর) মস্তোফা জামান, মহিল আল হাসান, সদর থানা ছাত্রদলের আহবায়ক ওয়াহিদুরজ্জামান ওয়াহি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদর থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মন্নান মিয়া, মহি উদ্দিন, যুগ্ম আহবায়ক সোয়েব চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, জেলা মটর চালকদল আহবায়ক তারা মিয়া ও যুগ্ম আহবায়ক লিটন সরকার, সোহেল আহমদ, জিল্লুর রহমান জিলু, শাহ খোকা, শেখ রাসেল, শুভ সরকার, জুয়েল মিয়া, সাজু তালুকদার, আবদাল মিয়া, তাহির মিয়া, নজরুল ইসলাম, আক্তার, আনিছ সাদ্দম, মামুন. রুমেল, লোকমান প্রমূখ।