Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের শহীদ মিনার উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী ॥ ভাষা সৈনিকদের ত্যাগের বিনিমিয়ে আমরা বাংলায় কথা বলছি

বাহুবল প্রতিনিধি ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন- ভাষা সৈনিকদের ত্যাগের বিনিমিয়ে বাংলায় আমরা কথা বলছি। এ ভাষার জন্য অনেকই শহীদ হয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করা যাবে না। ২০ দলীয় জোট এ মাসেও হরতাল অবরোধ দিয়ে এসএসসি পরীক্ষায় বাধা সৃষ্টি করছে। আসুন সকলে মিলে তাদের এসব অযৌক্তিক কর্মকান্ডের বিরুদ্ধে আরো সোচ্ছার হই।
শনিবার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে আব্দুস সহিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন শেষে মীর আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
এতে বক্তৃতা করেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিংকু দাশ, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, স্কুল প্রতিষ্ঠাতা মোঃ আব্দুস সহিদ, তার স্ত্রী আনোয়ারা খাতুন, মহিলা মেম্বার রাহেলা খাতুন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সোহেল প্রমুখ।
এ সময় এমপি কেয়া চৌধুরী’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন বিএনপি নেতা মোঃ আফরোজ মিয়া।