Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিধবা মহিলার বাড়িতে লুটপাট চাঁদাদাবীর অভিযোগে সুজাতপুর আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে বিধবা মহিলা কাছে চাদাঁ দাবী, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গ্রামের মৃত হাজী আব্দুস শহিদ মিয়ার স্ত্রী বিধবা আলী মুননেছা ওরফে হালেমা খাতুন বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলায়  উল্লেখ করা হয়, সম্প্রতি সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী মলু একই গ্রামের বিধবা আলীমুননেছার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদার দাবী পুরন না করায় রবিন চৌধুরী মলু ও তার সহযোগী একই গ্রামের মজিবুর মিয়া, জুনাইদ মিয়া, মহিবুর মিয়া, হুমায়ুর মিয়া, নাজিরুল মিয়া, আব্দাল মিয়া, লাল মিয়াসহ কয়েকজন বিধবার ৮ বিঘা জমি জোরপূর্বক দখল করতে চেষ্টা চালায়। ওই জমিতে বোরো চাষাবাদও করতে দিচ্ছে না। এ নিয়ে আলীমুননেছা এলাকার মুরুব্বীয়ানদের স্বরণাপন্ন হয়েও জমি চাষ করতে পারেননি। জমি পরিত্যক্ত থাকার বিষয়টি নিয়ে মুরুব্বীদের কাছে অভিযোগ করায় গত ১১ জানুয়ারী রবিন চৌধুরী মলু ও তার সহযোগীরা মিলে আলীমুননেছার বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লোটাপাট ও অগ্নিসংযোগ করে বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। এ সময় হামলায় আলীমুননেছা মারাত্বক আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আলীমুননেছার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তিনি বাদী হয়ে উল্লেখিত ৮ জনের বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা, ভাংচুর, হত্যা চেষ্টা ও চাদাঁবাজির অভিযোগে মামলা দায়ের করেন।