Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০ দলীয় ঐক্যজোট আহুত হরতাল চলাকালে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক  আব্দুল বাকীর চৌধুরী এমরানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর সাইদুল হক সাদিক, জামায়াত নেতা আব্দুল মুকিত পাঠান, বিএনপি নেতা নাছির আহমেদ চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি এটি এম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, যুবদল নেতা আব্দুর রকিব, রাসেল আহমেদ, হাফিজুর রহমান, পিন্টু পুরকায়স্থ, রোকন আহমেদ, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন, আব্দুল মুকিত, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, খালেদ আহমেদ, আবুল কালাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের সাহিদ আহমেদ তালুকদার, শাহ রোহেল আহমেদ, শাহীন তালুকদার, শাহিন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, ছমিরুল হক, আবুল হাসনাত আবুল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, শেখ শিপন মিয়া, শামীম আহমেদ, তপন মালাকার, রাজীব ভট্টাচার্য্য, কলেজ ছাত্রদল নেতা শয়ন আহমেদ, অলিউর আহমেদ, ছায়েদ আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান সেফু বলেন, ২০ দল শান্তিপূর্ণ ভাবে দলীয় কর্মসুচি পালন করে যাচ্ছে। তিনি বলেন, হামলা-মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। তিনি দলীয় সকল কর্মসূচি শান্তিপূর্ন ভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।