Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপি নেতৃবৃন্দ ॥ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলমান আন্দোলনকে সফল করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণতন্ত্র পুনরুদ্ধার সকাল-নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে একুশে ফেব্র“য়ারী মহান মাতৃভাষা ও শহীদ দিবসে জেলা বিএনপি’র এক আলোচনা সভা গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় জেলা বিএনপি’র সহ-সভাপতি এডঃ দেওয়ান মসউদ চৌধুরী’র সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা ও জেলা ওলামা দলের সভাপতি ক্বারী মোঃ কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএপি’র  সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, আইন বিষয়ক সম্পাদক এডঃ সালেহ আহমেদ, হবিগঞ্জ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি প্যানেল মেয়র মোঃ আবুল হাসিম, চুনারুঘাট পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল হাই, জেলা বিএনপি নেতা সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা তাতী দলের আহবায়ক এডঃ কামরুল ইসলাম চৌধুরী, উবাহাটা ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এজাজ ঠাকুর চৌধুরী, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, জেলা যুবদল নেতা মোঃ সামছুল ইসলাম মতিন, এসএম মানিক, মাওলানা সাইদুর রহমান, জেলা মোটর চালক দলের আহবায়ক মোঃ তারা মিয়া, মোঃ মাঈনুদ্দিন, মোঃ শুকুর আলী, মাওলানা মুফতি সুলতান, হাফেজ জালাল, হাফেজ শাহিন, হাফেজ হাফিজুর রহমান খান, সালেহ আহমদ, সাদ্দাম হোসেন, কাউছার, মন্নান মিয়া, মহিবুল ইসলাম সোহেল, সুয়েব চৌধুরী, সাইদুর রহমান, আব্দুল আলীম, আক্তার, রুমেল, আনিছ, মাওলানা উবায়দুল করিম, মাওলানা মুখলিছুর রহমান, এমএ রুবেল, মাওলানা আল আমিন, হাফেজ শাহিন, শাহ খোকা, লিটন সরকার, উজ্জল আহমেদ প্রমূখ। সভাপতির বক্তব্যে দেওয়ান মসউদ চৌধুরী বলেন, “একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলমান আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত সকল কর্মসূচি ঐক্যবদ্ধ ভাবে সফল ও সার্থক করতে হবে।