Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক জনতার এক্সপ্রেসসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় “নবীগঞ্জে প্রবাসীর বাড়ি চুরি অভিযোগে ৪ ব্যক্তি আটক”সহ ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হলো উপজেলার কালাভরপুর গ্রামে নয়া বাড়ি এলাকার লন্ডন প্রবাসী মৃত কাচা মিয়ার ছেলে কাজল মিয়া ও তার চাচা কবির মিয়া ও চুনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় গত ১২ ফেব্র“য়ারী লন্ডন প্রবাসী কাজল মিয়া হবিগঞ্জ শহর থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে বিরোধপুর্ণ ভুমিতে জোরপুর্বক দেয়াল নির্মাণ করলে কবির মিয়া এবং চুনু মিয়া বাধা প্রদান করেন। তাদের বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ করার সময় কাজল মিয়ার ভাড়াটিয়া সন্ত্রাসীদের আক্রমনে স্কুল ছাত্রীসহ ৩ জন আহত হয়। ঘটনার প্রেক্ষিতে এবং লন্ডন প্রবাসী কাজল মিয়ার অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমরাসহ গ্রামবাসী সম্মিলিতভাবে তা দমন করি। চুনু মিয়া ও কবির মিয়ার বাড়িঘর ভাংচুর ব্যতিত লন্ডন প্রবাসীর বাড়িঘরে কোন প্রকার হামলা বা লুটপাটের ঘটনা সংঘটিত হয়নি। খবর পেয়ে পুলিশ ভাড়াটি সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ক্ষিপ্ত গ্রামবাসী অবৈধভাবে নির্মিত দেয়ালটি ভেঙ্গে দেয়। কিন্তু লন্ডন প্রবাসী এ ঘটনার জের ধরে আমাদেরসহ কয়েক জনের বিরুদ্ধে একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার সকালে আমরা হবিগঞ্জ আদালতে আত্মসর্মপন করার জন্য যাই। আমাদের বিজ্ঞ আইনজীবির নিকট তার চেম্বারে উকালত নামায় স্বাক্ষর দিয়ে কোর্টে আসার পথে ডিবি পুলিশ দিয়ে আটক করা হয়। এ ঘটনাটি ভিন্নভাবে সাজিয়ে পত্রিকায় আমাদেরকে ডাকাত সম্বোধন করে সংবাদ প্রকাশ করার বিষয়টি মানহানিকর বঠে। আমরা উক্ত মানহানিকর মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হাজী গেদা মিয়া, পিতা রফিক মিয়া
মাহবুব মিয়া, পিতা হাজী ফয়জুর রহমান
গ্রাম ঃ- কালাভরপুর নয়া বাড়ি
দেবপাড়া ইউপি. নবীগঞ্জ।