Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, একই পরিবারের আহত-৬

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পকুরের পানি নিষ্কাশনের ড্রেইন খননকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরন আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় একই পরিবারের ৬ জন আহত হয়েছে। নিহত হুরন আলী উপজেলার চৌমূহনী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াপাড়া গ্রামের ফরিদ মিয়া (৫০) ও  প্রতিবেশী গেদু মিয়া (৪০) এর পুকুরের পানি নিষ্কাশনের ড্রেইন খনন করা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে গত শনিবার দুপুরে এক সালিশ বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গেদু মিয়া উক্ত ড্রেইন পরিষ্কার করতে গেলে ফরিদ মিয়া ও আলী হোসেনসহ তাদের লোকজন বাধা দেয়। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গেদু মিয়া (৪০) জুবেদ আলী (৩৮) হুরন আলী (৫৫) হুরন আলীর ছেলে মাছুম মিয়া (১৮) গেদু মিয়ার ছেলে সোহাগ মিয়া (১১) ও গেদুর মা আরজু খাতুন (৮০) আহত হয়। আহতদের মাধবপুর ও বি-বাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় হুরন আলীকে ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ৯ টার দিকে তিনি মারা যান। পুলিশ হুরন আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে হুরন আলীর স্ত্রীকে বাদী করে মাধবপুর থানা একটি মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। থানার অফিসার ইনচার্জ অমল কুমার ধর জানান আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছেন।