Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সোনার বাংলা সুপারএইট ক্রিকেটের ফাইনালে এমপি বাবু ॥ সুস্থ্য বিনোদন ও শরীর চর্চায় খেলাধুলার কোন বিকল্প নেই

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা জাপার সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, সুস্থ বিনোদন ও শরীর চর্চায় খেলাধুলার বিকল্প নেই। সামাজিক শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনকে এগিয়ে নিতে হলে অবশ্যই বিনোদন ও দেশীয় সংস্কৃতিকে লালন করতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলা ও সংস্কৃতিতে যুবসমাজকে উৎসাহিত করতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে ডিজিটাল প্রতিযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে কোন অবস্থাতেই ব্যহত হতে দেয়া যাবেনা। গতকাল বিকালে উপজেলার কুর্শি ইউনিয়নের জাঙ্গালিয়া মাঠে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল আয়োজিত সোনার বাংলা সুপার এইট ক্রিকেট টুর্ণামেন্টে আয়োজিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীগঞ্জ ডেঞ্জার ইলিভেন ও সমরগাঁও ইয়ং ষ্টারের মধ্যে অনুষ্ঠিত খেলায় সমরগাঁও ইয়ং ষ্টার বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ মুতাচ্ছিরুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ। উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আবদুল মালিক চৌধুরী, উপজেলা জাপার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী প্রমূখ। খেলা পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা বাদল সরদার এবং সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক অঞ্জন রায়। ফাইনাল খেলায় সেরা নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হন মোঃ সাইফুর রহমান। টুর্ণামেন্ট পরিচালনায় সহায়তা করেন প্রবাসী কমিউনিটি লিডার ও বিশিষ্ট সমাজসেবক আবদুল মুকিত। উল্লখ্য, প্রতি বছরই উপজেলার কুর্শি ইউনিয়নের ঐতিহ্যবাহি সোনার বাংলা একাডেমির তরফ থেকে সেরা দলের অংশ গ্রহণে ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়।