Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের পানছড়ি আশ্রয়নের বাসিন্দারা বিদ্যুৎ পেল

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ন প্রকল্পে আশ্রিতরা বিদ্যুৎ পেয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের মাঠে ইউপি সদস্য মোঃ শফিক মিয়ার সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন জিতু পিপি, সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক রজব আলী, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দিলীপ চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সেক্রেটারি কে এম আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম চৌধুরী এখলাছ, রইছ উল্লাহ, শফিকুর রহমান তরফদার। এতে বাকী বিল্লাহ, ফাতেমা খাতুনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি ৫’শ পরিবারের আশ্রয়ন প্রকল্পের ১৩৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে ৫’শ পরিবারে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২৯ লাখ টাকা ব্যয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম পানছড়ি আশ্রয়ন প্রকল্পের আড়াই কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়।