Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাটবাজার, বাস টার্মিনাল ইজারার টাকা আত্মসাতের অভিযোগ ॥ হবিগঞ্জ পৌরসভার বাজার কর্মকর্তা কিবরিয়া বরখাস্ত

স্টাফ রিপোটার ॥ পৌর এলাকার হাটবাজার, বাস টার্মিনাল ইজারার টাকা আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হবিগঞ্জ পৌরসভার বাজার কর্মকর্তা গোলাম কিবরিয়া (৪০) কে ভূয়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে টাকা আদায়ের ব্যাপারে যথাযথ কারণ দর্শাতেও বলা হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর থেকে ১৮ ফেব্র“য়ারি পর্যন্ত পৌরসভার বিভিন্ন বাজার ও স্ট্যান্ড টেন্ডার না দিয়েই তার নিয়োজিত লোকের মাধ্যমে ভূয়া রশিদ দিয়ে টাকা উত্তোলন করে তা আত্মসাত করেন। এ অভিযোগে গত বুধবার পৌরসভার সকল কাউন্সিলরসহ এক সভা অনুষ্টিত হয়। সভায় সকলের উপস্থিতিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, কিবরিয়া তার নিয়োজিত রাজু ও বেনু  নামে দু’জনকে দিয়ে টেন্ডার ছাড়াই ভূয়া রশিদের মাধ্যমে পৌর বাসটার্মিনাল, চৌধুরীবাজার, ম্যাক্সিস্ট্যান্ডসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করে। এসব ভূয়া রশিদসহ কাউন্সিলরগন তাকে হাতে নাতে আটক করেন। পরে গত বুধবার সকল কাউন্সিলদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ইতিপূর্বেও সে এরকম ঘটনা ঘটালে তাকে সর্তক করে দেয়া হয়েছিল। ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম সহ একাধিক কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে অনেকের মতে দীর্ঘদিন ধরে কিবরিয়া এ প্রক্রিয়ায় তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার এ অপকর্মের সহযোগি হিসেবে আরো রয়েছে। যারা ধরা ছোয়ার বাহিরে।