Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বিশেষ আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক ॥ যারা মানুষ মারে তারা সমাজ ও দেশের শত্র“

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিশেষ আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন, মিছিল মিটিং করতে আমদের কোন বাধা নেই, তবে মিছিল মিটিং এর নামে নাশকতা করলে তা কঠোর হাতে দমন করা হবে। সাধারণ মানুষ যাতে হয়রানীর স্বীকার না হয় সে দিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। যারা মানুষ মারে তারা সমাজ ও দেশের শত্র“। তাই তাদেরকে সমাজ থেকে প্রত্যাখান করতে হবে। গাড়ি ভাংচুর করা কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। যারা হরতাল-অবরোধ ডাকেন এবং পালনে নেতৃত্ব দেন তাদেরই এর দায়ভার বহন করতে হবে। তিনি আরো বলেন, হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা যে কোনভাবে ভাল রাখতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় বাহুবল উপজেলা সভাকক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের সভাপত্বিতে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, র‌্যাব-৯ এর প্রতিনিধি মাসুদ, বাহুবল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এম এ জলিল তালুকদার, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, শাহ মাহবুবুর রহমান, আব্দুর রেজ্জাক, তাজুল ইসলাম, মত্তাছির মিয়া, আওয়ামীলীগের সহ-সভাপতি আসকর আলী, সাংবাদিক এম এ জব্বার ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ও বাজার মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম প্রমূখ। পরে জেলা প্রশাসক অন্যান্যদের নিয়ে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ৫ দিনব্যাপী একুশে বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।