Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ॥ পানিউমদা ইউপি বিএনপি’র সভাপতি গোলাম নবীকে আটক করেছে পুলিশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ভরগাওঁ গ্রামে প্রতিপরে হামলায় একই পরিবারের ৯জন আহত ও স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুটের ঘটনায় পানিউম্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক মেম্বার গোলাম নবী তালুকদারকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত ৪ ফেব্র“য়ারী রোজ বুধবার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাওঁ গ্রামে পূর্ব বিরুধের জের ধরে একই পরিবারের ৯জনকে পিঠিয়ে গুরুত্বর আহত করে ও স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় গোলাম নবী ও তার লোকজন। পরে সাথে সাথে সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার ভরগাওঁ গ্রামের মোঃ সেলিম মিয়া তালুকদার জায়গা ক্রয় করার জন্য নবীগঞ্জ শাখা ইউসিবি ব্যাংক হইতে ২ লাখ টাকা উত্তোলন করে তার ভাই শামীম মিয়া তালুকদারকে সাথে নিয়ে ও পৌরসভার পূর্ব তিমিরপুর বাসা থেকে ভাই, স্ত্রী, সন্তানসহ তার নিজ বাড়ীতে যান। বাড়ীতে যাওয়ার সাথে সাথে তার উঠানে মোটর সাইকেল থেকে নামা মাত্র গোলাম নবীর নেতৃত্বে একদল লোক তার উপড়ে হামলা করে এবং উল্লেখিত টাকা ও মালামাল নিয়ে যায় এরই প্রেক্ষিতে মোঃ সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার সত্যতা পেয়ে নবীগঞ্জ থানার এস আই আশেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৫ ফেব্র“য়ারী রোজ বৃহস্পতিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের মাধুরী রেস্টেুরেন্টের সামন থেকে গোলাম নবী তালুকদারকে আটক করে থানায় নিয়ে আসে নবীগঞ্জ থানা পুলিশ। পরে খবর পেয়ে পরদিন ০৬ ফেব্র“য়ারী শুক্রবার সকালে পানিউম্দা ইউপির চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ কাজল মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, মোঃ ফখরুল আহসান চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর এটি এম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, স্থানীয় ইউপি সদস্য আসমাউল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আলীম ইয়াসিনি, চুনু মাস্টার, ইউপি যুবদলের সভাপতি আক্তার মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে থানা থেকে তাদের জিম্মায় গোলাম নবী তালুকদারকে দেওয়া হয়েছে।