Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শেখ আজিজুল হক পুনরায় পবিস’র ৮নং এলাকার পরিচালক নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৮ নং এলাকার পরিচালক নির্বাচন সম্পন্ন হয়েছ্।ে নির্বাচনে শেখ আজিজুল হক ছাতা প্রতীকে ৫১২ পেয়ে পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির বোর্ডের সাবেক সচিব ও পরিচালক মোঃ আব্দুল মোয়াজ্জিম চৌধুরী সিহাব চেয়ার প্রতীকে পেয়েছেন ৪৭২ ভোট। গত সোমবার ১৬  ফেব্র“য়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নে সন্দলপুর বি.সি হাই স্কুলে ৪টি বুথে একটানা ভোট গ্রহণ চলে। বানিয়াচং উপজেলার সুবিদপুর, পুকরা, মক্রমপুর, পৈলারকান্দি, মন্দরী, মুরাদপুর, খাগাউড়া, সুজাতপুর ইউনিয়ন নিয়ে ৮নং এলাকা গঠিত। ২ হাজার ৯ জন ভোটার রয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে দিন ব্যাপী হবিগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ একরামুল সিদ্দিক ভোট কেন্দ্রে পরিদর্শন ও নির্বাচনের সময় উপস্থিত থেকে ভোট গণনা করে ২ জন প্রার্থীর এবং এজেন্টদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা দেন রিটানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান হপবিস এর উপ-পরিচালক (কারিগরি) ইউ.আরই.ডি.এস ডিসি এস.ডি প্রকল্পের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মোঃ শাকিল ইবনে সাঈদ। উক্ত নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন পবিস সহকারী পরিচালক নির্বাচন কমিশন সদস্য মোঃ জহুরুল ইসলাম তালুকাদার, এজিএম (এমএস) নির্বাচন কমিশন সদস্য মোক্তার হোসেন, সহকারী প্রকৌশলী প্রকল্প বিভাগ বাপবিবো এর নির্বাচন কমিশন সদস্য দিপক কুমার মন্ডলসহ পবিস সদর দপ্তর, বানিয়াচং, নবীগঞ্জ উপজেলার জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে দায়িত্বে ছিলেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তা দেন বানিয়াচং থানার পুলিশ প্রশাসন।