Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের দুর্ভোগ লাগবে ॥ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষনের আহ্বান

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ ও এলজিএসপি কার্যক্রমের পর্যালোচনা সভায় শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি উন্নয়নে অগ্রাধিকার প্রকল্প গ্রহন সহ হবিগঞ্জ বানিয়াচং সড়ক উন্নয়ন সংস্কার দ্রুত সমাপ্তির আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার দিন ব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ দেবপদ রায়, এলজিএসপি-২ জেলা ফেসিলিটেটর মোঃ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়া, মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মঞ্জু দাস, মোঃ নুরুল ইসলাম, ইয়াহিয়া চৌধুরী, এনাম খান চৌধুরী ফরিদ, আবুল কাশেম চৌধুরী, মোঃ জালাল উদ্দিন খন্দকার, মোঃ রফিকুল ইসলাম পাশা, প্যানেল চেয়ারম্যান দেবী চাদ দাস, মোঃ ইমরান মিয়া, কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, ডাঃ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার বিপ্লব পাল, সমাজসেবা অফিসার মোঃ জালাল উদ্দিন, মৎস্য অফিসার রমনী মোহন পাল, যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ, পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ কুতুব উদ্দিন, পিআইও মেহেদী হাসান টিটু, সমবায় অফিসার মোঃ আলা উদ্দিন মিয়া, বিআরডিবি অফিসার অশোক কুমার মালাকার, ডিজিএম একেএম আজাদ, ভিডিপি অফিসার অরুন বরুন দাশ, এলসিবিসি অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ। সভায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন- কার্যাদেশ ইস্যু হবার আড়াই মাস অতিবাহিত হলেও সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার উন্নয়ন না করানোতে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসীর মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সড়ক উন্নয়ন সংস্কারে সৃষ্ট জটিলতার বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং সড়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানোর আহ্বান জানান। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ এবং ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম বিষয়টি আগামী ২৩ ফেব্র“য়ারী হবিগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সভায় সংশ্লিষ্ট সকলের দৃষ্টিগোচর করবেন বলে সভায় আশ্বস্থ করেন।