Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আখাউড়া-সিলেট রেল সেকশনে ট্রেন নিরাপত্তায় আনসার সদস্যরা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ আখাউড়া-সিলেট রেল সেকশনে ট্রেন চলাচল নিরাপদ ও নির্বিঘœ করতে প্রায় ৪ শতাধিক আনসার সদস্য দিবারাত্রি প্রহরায় নিয়োজিত রয়েছে। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ন এ রেল সেকশনে আনসার সদস্যদের সতর্ক প্রহরার কারণে চলমান নাশকতা প্রতিরোধ করে নিরাপদে ট্রেন চলাচল করছে।  শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতেয়ার উদ্দিন চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সেকশনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলষ্টেশন থেকে কুলাউড়া উপজেলার লংলা রেল ষ্টেশন পর্যন্ত ৪৭টি পয়েন্টে ৮ জন করে আনসার সদস্য পালাক্রমে দিনরাত পায়ে হেঁটে তাদের উপর অর্পিত এ দায়িত্ব পালন করছেন। আনসার সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সহযোগিতায় রেলে নাশকতা রোধে সতর্ক অবস্থানে রয়েছেন। এ কাজে রেল-লাইন সংশ্লিষ্ট এলাকাধীন জনপ্রতিনিধিগণ তাদের ইউপি পরিষদের গ্রাম পুলিশদের এ কাজে সম্পৃক্ত করেছেন। ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেল সেকশনের এ রেল পথ দিয়ে আন্তঃনগর পারাবত, কালনী, জয়ন্তিকা, উপবন, পাহাড়িকা, উদয়ন, জালালাবাদ, সুরমা, ডেমু, কুশিয়ারা সহ বিভিন্ন মালবাহী ট্রেন চলাচল করছে। গত ১০ জানুয়ারী থেকে আনসার সদস্যরা রেলপথে নাশকতা প্রতিরোধে  নিয়োজিত রয়েছে। দায়িত্ব পালনরত আনসার সদস্য ইব্রাহীম মিয়া জানান, টহলের সময় রেলপথে কোনো যন্ত্রপাতি নষ্ট হওয়া সহ যে কোনো সংবাদ পেলে সঙ্গে সঙ্গেই রেল পুলিশ সহ উর্ধ্বতন আনসার কর্মকর্তাদের অবহিত করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, রেলপথ নিরাপদ রাখার স্বার্থে মাধবপুর উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ সভা করেছে। এ কাজে পুলিশ বাহিনী সর্বাত্মক সতর্ক রয়েছে।