Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সরকারী অর্থে ঘর পাচ্ছেন বিধবা সুষেন রাণী

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে “জমি আছে, ঘর নেই” আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সুষেন রানী বৈদ্যের ভূমিতে গৃহনির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। গতকাল শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ অগ্রাধিকার প্রকল্পের আওতায় বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তিলকরাম নায়েবের পাড়ার স্বর্গীয় ছানা শুক্ল বৈদ্যের স্ত্রী ৪সন্তানের জননী অসহায় বিধবা সুষেন রানী বৈদ্যের ৬শতক ভূমির উপর ২২ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেয়া হবে। এতে ২লাখ ২১ হাজার টাকা ব্যয় হবে বলে জানা গেছে। ভিত্তিপ্রস্থর স্থাপনের পূর্বে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বক্তৃতা করেন ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, পিআইও মেহেদী হাসান টিটু, তহশিলদার আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, সাংবাদিক মখলিছ মিয়া, মাস্টার আব্দুল মুকিত, ফয়জুর রহমান রুবেল, ফুল মিয়া, সাইফুল ইসলাম সুহেল, উদ্যোক্তা আনছার আলী প্রমূখ। উল্লেখ্য সরকারি ব্যয়ে নির্মিত ঘর ছাড়াও থাকছে একটি টিউবওয়েল ও স্যানিটারী ল্যাট্রিন।