Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ঐতিহ্যবাহী জে কে হাইস্কুলের খেলার মাঠ ॥ অবৈধ বাঁশ ব্যবসায়ীদের দখলে ॥ ক্ষুব্ধ ক্রীড়া সংগঠন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী জে.কে হাইস্কুলের একমাত্র খেলার মাঠটি এখন বাঁশ ব্যবসায়ীদের দখলে রয়েছে। ফলে খেলাধুলার চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পৌর পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ওইসব বাঁশ ব্যবসায়ীদের বিতারিত করে দিলেও অদৃশ্য কারনে পুনরায় তাদের বাঁশগুলো মাঠে রেখে হাট বসিয়ে দেদারছে ব্যবসা করে আসছেন। বর্তমানে প্রায় পুরো মাঠটিই তাদের নিয়ন্ত্রনে রয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ভুমিকা রাখছেনা বলেও অভিযোগ রয়েছে। এ মাঠে সরকারীভাবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে। আর ক’দিন পরই মহান একুশে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপজেলা প্রশাসন এ দিবসটি পালনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এরমধ্যে রয়েছে নবীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ব্যধিতে পুস্পমাল্য অর্পনসহ নানা অনুষ্টানমালা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এর পক্ষ থেকেও পুস্পমাল্য অর্পন করা হবে এ দিনটিতে। কিন্তু শহীদ মিনার সংলগ্নও জায়গাটি রয়েছে বাঁশ ব্যবসায়ীদের দখলে। এদিকে খেলার মাঠটি বাঁশ দিয়ে দখলের ঘটনায় নবীগঞ্জে বিভিন্ন ক্রীড়া সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেন নবীগঞ্জের উদীয়মান ফুটবল, ক্রিকেট খেলোয়াড়রা মাঠে বাঁশ রাখার কারনে তাদের নিয়মিত অনুশীলন করতে পারছে না। তারা আরও বলেন, খেলাধুলার জন্য ক্রিড়া সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ টাকার মাটি ভরাট করে মাঠের প্রচুর সংস্কার করা হয়েছে। কিন্তু ওই ব্যবসায়ীদের কারনে মাঠটি ধ্বংস হতে চলেছে। ওই সংগঠনের পক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।