Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বসন্তবরণ ও ঘুড়ি উৎসব

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এর ২০০৬ ব্যাচ দ্বারা পরিচালিত মানবসেবামূলক সংস্থা “দুই শূন্য শূন্য ছয় পরিবার” এর উদ্যোগে বসন্তবরণ ও ঘুড়ি উৎসব উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী সরকারী স্টাফ কোয়ার্টার মাঠে বসন্তবরণ, ঘুড়ি ও পিঠা উৎসবের সমাপনীতে বিকালে “নীল আকাশের স্বপ্ন ছোড়ে, আনব ফাল্গুন নাটাই ধরে” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌধুরী নিহাদ ইশতিয়াক। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গাফফার। বন্ধুত্বে আর মানবতায় “দুই শূন্য শূন্য ছয় পরিবার” আয়োজিত ও খয়রুল আলম শুভ পরিচালনায় সভায় বক্তৃতা করেন- পিপি এডঃ আকবর হোসেন জিতু, প্রবাসী ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি এডঃ মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক খোয়াই সম্পাদক মোঃ শামীম আহছান, ডাঃ ইশতিয়াক রাজ, সাবেক কমিশনার মিজানুর রহমান, কবি প্রাবন্ধিক এম এ রব, সাংবাদিক বাদল রায় প্রমুখ।
সভায় এমপি আলহাজ্ব এডঃ আবু জাহির “দুই শূন্য শূন্য ছয় পরিবার” পরিচালিত ছিন্নমুল পরিবারের শিশু স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক প্রদানের জন্য অর্ধ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।