Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ হাসপাতালকেই আশ্রয়স্থল হিসেবে বেচেঁ নিল গৃহবধু ফুলেছা!

স্টাফ রিপোর্টার ॥ আমার নাইরে কিছু নাই, বাড়ি ঘর নাই, হাসপাতালে হয়েছে ঠাই, নাইরে কিছু নাই। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালই যেন হয়েছে এক গৃহবধুর আভাসস্থল। ওই গৃহবধু তার ৩ বছরের শিশু সন্তান নিয়ে গত ১৫ দিন ধরে ফ্লোরে অবস্থান নিয়েছেন। গৃহবধু কোন রোগ বা পীড়ায় আক্রান্ত না হলেও ২৪ ঘন্টাই ওই স্থানে অবস্থান করছেন। তবে কি কারণে বা কেন হাসপাতালকেই বাসভূমি বানিয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষ জানতে না চাইলেও এ প্রতিনিধি জানার চেষ্টা করেছেন। এসময় সাংবাদিকের কাছে গৃহবধু আহাজারী করে জানায়, তার নাম ফুলেছা বেগম সে বানিয়াচং উপজেলা সদরের দেওয়ানবাগ গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। প্রায় ৪ বছর আগে ভালবেসে বিয়ে করে ফরিদ মিয়াকে। দাম্পত্য জীবনে রাফিজা নামে ৩ বছরের এক কন্যা সন্তান জন্ম নেয়। বছর দেড়েক পূর্বে তার স্বামী ফরিদকে ২য় বিয়ে করে। এরপর থেকে স্বামী বিভিন্ন কারণে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দীর্ঘদিন লোকজনের দ্বারে দ্বারে ঘুরে এবং বাসা-বাড়িতে কাজের জন্য ধর্ণা দিলেও কাজ জুটেনি। আর কেউ কাজ দিলেও বিনিয়ে যে প্রস্তাব দেয়, তার পক্ষে মানা সম্ভব হয়নি। যার করুণ পরিনতির স্বীকার হয়ে হাসপাতালের ফ্লোরকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেচেঁ নিয়েছেন ফুলেছা। গত ১৫ দিন ধরে সে তার সন্তানকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। হাসপাতালে আসা রোগীর স্বজন কিংবা আগত লোকজনের নিকট থেকে হাত পেতে খাবার চেয়ে খেতে হচ্ছে তাকে। তাছাড়া শীতের মাঝে শিশুকে নিয়ে এক কাপড়েই রাত কাটাচ্ছে।