Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের শিবপাশায় বার্ষিক কাল ভৈরব পুজা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাল ভৈরব আশ্রমে বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বার্ষিক কীর্তন উৎসব অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালায় লীলা কীর্তন পরিবেশন করে গোপালগঞ্জের অষ্টসখী সম্প্রদায়, শ্রীমঙ্গলের সত্য নারায়ন সম্প্রদায়, দিরাইয়ের গোপী নাথ সম্প্রদায়। উৎসব কমিটির সভাপতি রূপায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুব্রত দাশ সামন্ত পল্টু এবং কোষাধ্যক্ষ গুরূপদ দাশ ময়নার পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন মেজর অবঃ সুরঞ্জন দাশ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্ত, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সহ-সভাপতি অশোক তরু দাস, কোষাধ্যক্ষ প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, গোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র রায়, শিক্ষক কৃপাসিন্ধু রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাশ, পৌর প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, সাবেক পৌর প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদেও সাধারন সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক পবিত্র বনিক, ছাত্রলীগ নেতা রতœদীপ দাশ রাজু, উৎপল দাশ পান্না, অরবিন্দু বনিক, শ্যামল দত্ত, শিক্ষক প্রজেশ রায় নিতন প্রমূখ।