Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার একটি হাসপাতালে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর স্বজনরা ওই হাসপাতালের কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে রাখে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।  মৃত নবজাতকের পিতা নবীগঞ্জ উপজেলার বাউসা গ্রামের সজল চক্রবর্তী জানান, তিনি নবীগঞ্জের স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত আছেন। গত সোমবার তার স্ত্রী মিরা চক্রবর্তীর প্রসব ব্যথা উঠলে ওই এলাকার ইউনাইটেড হাসপাতালের ৩১৯ নাম্বার কেবিনে ভর্তি হন। মঙ্গলবার একটি ফুটফুটে একটি নবজাতক জন্মগ্রহন করে। গতকাল বুধবার সকালে নবজাতককে নার্স লুৎফা একটি ইনজেকশন পুশ করে। এর কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়। তিনি আরো অভিযোগ করেন ওই ইনজেকশনটি মেয়াদবিহীন ছিল এবং নার্সটি প্রশিক্ষণপ্রাপ্ত নয়। এ কারণে এ ঘটনা ঘটেছে। এরপর ওই শিশুকে তারা সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। এদিকে নবজাতকের স্বজনরা ইউনাইটেড হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দেবাশীষ দাস ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, লুকড়া ইউপি মেম্বারসহ গণ্যমাণ্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবহেলাই নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করলে বিষয়টি সমাধান হয়।
উল্লেখ্য ইতোপূর্বেও নার্সের অবহেলায় আরো বেশ কয়েকজন নবজাতকের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভাংচুরের মত ঘটনাও ঘটেছিল।