Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাঁদাবাজি মামলায় মাধবপুরের ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদাবাজি মামলায় মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ওরফে ঝাড়– মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রকাশ, গত বছরের ১৯ ডিসেম্বর মাধবপুর উপজেলার হরিতলায় নির্মানাধীন নাহিদ ফাইনটেক্স লিমিটেডের কাছে বাঘাসুরা ইউনিয়ন চেয়ারম্যান সাহাবুদ্দিন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ আনা হয়। ওই দাবীকৃত চাঁদার দাবী পুরণ না করায় নির্মান কাজ বন্ধ করে দিবে বলে হুমকী প্রদান করা হয়। ওই দিন ঊভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ২০ জন শ্রমিক গুরুতর আহত হয়। এ ঘটনায় কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা সাহেদ আলী বাদি হয়ে পরদিন ২০ ডিসেম্বর মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকাল চেয়ারম্যান সাহাবুদ্দিন হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।