Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুতের দাবীতে হবিগঞ্জ পবিস কার্যালয় ঘেরাও ॥ বাস্তবায়নে জিএম’র প্রতিশ্র“তি

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে বিদ্যুত সংযোগের দাবীতে শায়েস্তাগঞ্জস্থ হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে নারী পুরুষ। গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলাধীন নেতৃত্বে মানপুর ও পোদ্দার হাটি এলাকার ভুক্তভোগী লোকজন ওই সমিতি অফিস ঘেরাও করে। এসময় সমিতির প্রধান ফটক গেইটে তাদেরকে আটকে দেয় সশস্ত্র আনসার। ফলে ক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ী-ঘরে বিদ্যুত সংযোগ দেয়ার দাবীতে শ্লোগান দিতে থাকে। এ অবস্থায় এজিএম (কম) পারভেজ ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে তাদের পক্ষ থেকে ৪ জন সহ সংশ্লিষ্ট সমিতি বোর্ডের সাবেক ডাইরেক্টর রফিকুল হাসান চৌধুরী তুহিনকে নিয়ে যান জিএম এর কক্ষে। জিএম আমন্ত্রিত প্রতিনিধিদের সাথে কথা বলে ৩ টি ট্রান্সফরমার পরিবর্তনের মাধ্যমে অতি দ্রুত করাব কুসুমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ওইসব এলাকার ঘরে ঘরে বিদ্যুত সংযোগ দেবার প্রতিশ্র“তি দেন। সেই সঙ্গে এ সংক্রান্ত দাপ্তরিক কাজ সম্পন্ন করার উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে বিক্ষুব্ধ লোকজন সমিতি কার্যালয় ত্যাগ করেন।
জানা গেছে, জিএমএর নির্দেশে আজই রাতে সংশ্লিষ্ট সমিতির কর্মকর্তারা ওই গ্রামে যাচ্ছেন। বলা বাহুল্য, গেল কয়েক বছর যাবত বিদ্যুত সংযোগ না পাওয়ায় করাব কুসুমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা ডিজিটাল শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। দাপ্তরিক কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি সহ বন্ধ রয়েছে কম্পিউটার শিক্ষা কার্যক্রম।