Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে নৈরাজ্যের প্রতিবাদে সামাজিক সংগঠনের মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ সারা দেশে সন্ত্রাস নৈরাজ্য পেট্রোল বোমা হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছে চুনারুঘাটের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধামালি। সাংস্কৃতিক সংগঠন ধামালির উদ্যোগে অন্যান্য সংগঠনের মধ্যে অংশগ্রহন করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, পদক্ষেপ গণপাঠাগার, ধ্র“পদী পরিবার, সোনালী প্রত্যাশা, মানববন্ধনে একত্মআ প্রকাশ করে। ধামালীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন-চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুস সামাদ, মোঃ তাহির মিয়া মহালদার, সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, প্রেস ক্লাব সেক্রেটারী জামাল হোসেন লিটন, আব্দুল কদ্দুস মাষ্টার, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালম আজাদ, সহ-সভাপতি মোঃ হাসান আলী, সাংবাদিক ফারুক মাহমুদ, বামাকার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন, আব্দুস ছামাদ মাষ্টার, এম এ আউয়াল, মানিক সরকার, নাজিম রেজা, মোস্তাফিজুর রহমান রিপন প্রমূখ। বক্তাগণ পেট্টোল বোমা, নৈরাজ্য ও নৃংশসতার প্রতিবাদ জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।