Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে বিএনপি-জামাত জোট কর্তৃক নির্বিচারে মানুষ হত্যা, পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ। গতকাল সোমবার বিকেলে আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে এম সাইফুর রহমান টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা আওয়ামীলীগ নেতা সেলিম চৌধুরী, যুক্তরাজ্য বার্মিংহাম আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রহমত আলী, পৌর যুবলীগ সভাপতি সফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজ। উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক, নুরুল আমীন, বিপ্লব রায় চৌধুরী, ফজলুর রহমান খান, হাজী সামছু, রন্টু পুরকায়স্থ, শেফাল বণিক, শেখ উম্মেদ আলী শামীম, মনজুর চৌধুরী, আব্দুর রউফ মাসুক, ফেরদৌস আহমেদ, আব্দুল হাকিম, মোতাহের হোসেন রিজু, রুহুল আমীন সিজিল, শফি উল্লাহ, শাহীন তালুকদার, আবুল কাশেম চৌধুরী, জাহির আহম্মেদ, সোহেল আফজল, আলম মিয়া, জিয়াউর রহমান আরজু, সিরাজুল ইসলাম শান্ত, ওয়াহিদ মনির, পৌর যুবলীগ নেতা বদরুল আলম, শেখ আনিছুজ্জামান, সবুজ আহমেদ, এনামুল হক শাহিন, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ইকবাল খান, আব্দুর রকিব রনি, আবু সুফিয়ান, দেলোয়ার খান, তানভীর, পুলক চক্রবর্তী, জুয়েলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আন্দোলনের নামে দেশে নির্বিচারে মানুষ হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। প্রয়োজনে সবাইকে রাজপথে নেমে বিএনপি-জামাতের এই অপতৎরপতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। জনগনের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।