Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম ক্রয় শুরু প্রথম দিনে সংগ্রহ করেন ডাঃ মুশফিক, আলমগীর চৌধুরী ও মেজর সুরঞ্জন, সৈয়দ তানভীর, ব্যারিষ্টার সুমন, মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন পত্র বিক্রয় শুরু হয়েছে। প্রথম দিনেই আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন পত্র বিক্রি হয়েছে ৬৭৮টি। এর মধ্যে ২০-২২টি ফরম জমাও পড়েছে। প্রথম দিন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরম কেনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা দলীয় ফরম কেনার জন্য রোববার সকাল থেকে ভীড় করেন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি রোববার বিকালে সংবাদ সম্মেলনে জানান, প্রতিটি ফরমের মূল্য রাখা হচ্ছে ২৫ হাজার টাকা। প্র্রথম দিনে ফরম বিক্রি হয়েছে ৬৭৮টি। জমা পড়েছে ২০-২২টি। সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে ১১৫টি, চট্টগ্রাম বিভাগে ১০৩টি, রাজশাহী বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ৯৭টি, বরিশাল বিভাগে ৫৮টি, রংপুর বিভাগে ৮০টি এবং সিলেট বিভাগে ৫২টি ফরম বিক্রি হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্র বিক্রির প্রথম ফরমটি প্র্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের জন্য ক্রয় করেন। এরপর তৃণমূল পর্যায়ের নেতারা ক্রয় শুরু করেন। এদিকে সিলেট বিভাগের ৫২টি ফরমের মধ্যে ১ম দিনে হবিগঞ্জ থেকে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র ক্রয়ের খবর পাওয়া গেছে। এরা হলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, দৈনিক মাতৃভুমির সম্পাদক কানাডা প্রবাসী মেজর (অব) সুরঞ্জন দাস, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে প্রথম মনোনয়নপত্র ক্রয় করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাক্তন সদস্য এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সুপ্রীম বারের সাবেক সেক্রেটারী এডভোকেট মাহবুব আলী। তবে হবিগঞ্জ-২ (আজমিরিগঞ্জ-বানিয়াচং) ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসন থেকে রোববার কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। আওয়ামীলীগের মনোনয়ন পত্র বিতরনের জন্য ৭টি বুথ খোলা হয়েছে। সিলেট বিভাগের মনোনয়ন পত্র বিতরনের দায়িত্ব পালন করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী ও সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।