Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা গণতান্ত্রিক আন্দোলন নয়-মজিদ খান এমপি

মখলিছ মিয়া ॥ পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা গণতান্ত্রিক আন্দোলন নয়, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। মানুষ হত্যা করে কেউ কখনও বিজয়ী হতে পারেনি। যারা পেট্রোল বোমা মেরে নিরিহ মানুষ হত্যা করছে এরা সন্ত্রাসী, দুস্কৃতিকারী। এরা দেশ ও সমাজের শত্র“। সন্ত্রাসীদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারী সন্ত্রাসীদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বানিয়াচং ছিলাপাঞ্জা প্রাঙ্গণে সন্ত্রাস, নাশকতা ও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশ গ্রহনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এডঃ আবদুল মজিদ খান এমপি একথাগুলো বলেন। উপজেলা প্রশাসন ও দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) মোঃ সাজেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, অধ্যক্ষ আবদাল হুসেন খান, ঈমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা আবদুল কদ্দুছ, আওয়ামী লীগ নেতা এডঃ নজরুল ইসলাম খান, কাজল চ্যাটার্জি, আরফান আলী, নজরুল ইসলাম, যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সর্দার আমির হুসেন নিয়াশা, সুরুজ আলী, আবদুল আজিজ, উমর আলী, আরজ আলী, ইউপি সদস্য আব্দুস ছালাম, কেনু খান, সুবেদ আলী। এছাড়াও উক্ত মত বিনিময় সভায় শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন মহল্লা সর্দার, ইউপি সদস্য, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জাতুকর্ণপাড়া ঈদগাহ সংলগ্ন জমিতে সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ স্থাপনের ঘোষণা দেন এমপি আবদুল মজিদ খান।