Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-আলমগীর চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। নতুন বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিশ্বে নজির স্থাপন করেছে। তাছাড়া শিক্ষা খাতে এ সরকারের ভূমিকা অপরসীম। প্রত্যেক মা-বাবারই স্বপ্ন থাকে তার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা দেহ মন গঠনে অপরসীম ভূমিকা রাখে। নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান শিক্ষক সাইস্তা মিয়া জায়গীরদার এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, এডভোকেট মোঃ ইলিয়াছ মিয়া, সাংবাদিক এম এ আহমদ আজদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, ইউপি আওয়মালীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী শামছুল হুদা বাচ্চু, খালেদ আহমদ দুলন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সাংবাদিক বুলবুল আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, শিক্ষক মাহমুদুর রহমান, শেখ আব্দুল আজিজ, আল আমিন, সৈয়দ দিপলু, ইফতেয়ার আহমদ জুয়েল, আলী হোসেন, মনসুর আহমদ নাঈম, নোমান আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি যুবলীগ নেতা ছালিক মিয়া, ছাত্রলীগ নেতা শাহ জাহান সাজু, যুবলীগ নেতা মজনু মিয়া, আব্দুল কাদির শাহিন, মাখন মিয়া, ছাদিক মিয়া ও মাজহার”ল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নের জন্য ১লাখ ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।