Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুলতানশীতে মহরমের বিরুদ্ধাচারনকারী রুমেল এর অপতৎপরতা আবারো শুরু

ষ্টাফ রিপোর্টার। হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের পবিত্র মহরমের বিরুদ্ধাচারনকারী তাজুল ইসলাম রুমেলের অপতৎপরতা আবারো শুরু হয়েছে। আসন্ন মহরমকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করার  বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে জনমনে আতংক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে রুমেল। তার সন্ত্রাসী কর্মকান্ড , নৈরাজ্য সৃষ্টি ও এলাকার শান্তি বিনষ্টকারী, সাজানো মামলা ও বিভিন্ন সম্মানী ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার সহ নানা কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তাকে  গ্রেফতারের দাবী জানিয়ে এলাকাবাসী ও  মহররম উদযাপনকারী ১০১ টি গ্রামের নারী পুরুষ, ছাত্র ছাত্রী, ব্যবসায়ী পেশাজীবিসহ প্রায় ২০ হাজার  জনতা আগামী বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানব বন্ধন ও স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। জানা যায়, গতকাল  স্থানীয় সুলতানশী মাঠে মহরম উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যপারে মহরম উদযাপন কেন্দ্রীয়  কমিটির সাধারন সম্পাদক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, রুমেল একের পর এক এলাকায় সন্ত্রাসী, চাদাবাজি, ভুমি দখল, মিথ্যা মামলা, অপপ্রচার, ঈদ নামাজে বাধা প্রদান, জনমনে আতংক সৃষ্টি, মহরমের বিরুদ্ধাচারন সহ নানা অপকর্ম দীর্ঘদিন যাবত চালিয়ে যাচেছ। তার এহেন কার্যকলাপে অতিষ্ট হয়ে এলাকার কয়েক হাজার জনতা তাকে গ্রেফতারের দাবীতে মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য বছর দেড়েক পূর্বে তার এহেন কার্যকলাপের কারণে এলাকার কয়েক হাজার জনতা তাকে স্থানীয়  একটি দোকানে কয়েক ঘন্টা তালাবদ্ধ করে রাখে এবং সুলতাশী মাঠে তার বিরুদ্ধে কয়েক হাজার জনতা সমেবেত হয়ে প্রতিবাদ মিছিল করে। যা স্থানীয় জাতীয় পত্রিকা সহ বিভিন্ন ইলেক্টনিক্্র মিডিয়ায় প্রচার হয়। বিষয়টি যুগান্তর কর্তৃপক্ষ আমলে নিয়ে তাকে উক্ত পত্রিকা থেকে অব্যাহতি প্রদান করেন।