Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫০ ভাগ উৎকোচ না দিলে ঋণ হয় না মাধবপুরে কৃষি ব্যাংকের দুই দালালের বিরুদ্ধে ভূক্তভোগীদের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর কৃষি ব্যাংকের দুই দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের  করেছেন উপজেলার বুল্লা ইউনিয়নের শতাধিক ভূক্তভোগী জনগণ। তারা উপ-মহাব্যবস্থাপক কর্মী ব্যবস্থাপনা বিভাগ বিকেবি প্রধান কার্যালয় ঢাকা বরাবরে এক আবেদনে ব্যাংক দালাল বুল্লা গ্রামের সৈয়দ মিয়া ও কাউছার মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। অভিযোগে উল্লেখ করা হয়, কৃষি ব্যাংক মাধবপুর শাখায় ঋণ উত্তোলন করতে গেলে ব্যাংকের অসাধু কর্মচারীরা তাদেরকে উল্লেখিত দুই দালালের সঙ্গে যোগাযোগ করে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য বলেন। গ্রাহকরা ওই দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তারা গ্রাহকদেরকে বলেন উৎকোচ না দিলে ব্যাংক থেকে ঋণ পাওয়া সম্ভব নয়। দালালরা তাদেরকে আরো আশ্বাস দেয় যে, জমির ভূয়া কাগজ পত্র তৈয়ার করে মাঠপর্চা এস.এ পর্চা নামখারিজ সহ ভূয়া দলিল দিয়ে তাদেরকে ঋণ পাইয়ে দেবে। তবে বিনিময়ে দালালদেরকে শতকরা ৫০ টাকা দিতে হবে। নিরূপায় কৃষকগণ উপায়ান্তর না দেখে দালালদের মাধ্যমে ব্যাংক থেকে উৎকোচ দিয়ে ঋণ গ্রহণ করেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ঋণ উত্তোলনের পর বছর না যেতেই তাদেরকে তাগিদপত্র দিয়ে ঋণ পরিশোধ করতে বলেন। পরিশোধ বা রিকভারী না দিলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেন। তারা আরো উল্লেখ করেন ব্যাংক থেকে ঋণের টাকা গ্রাহকদের হাতে না দিয়ে এক শ্রেনীর অসাধু কর্মচারী দালালদের হাতে টাকা তুলে দেন। পরে দালালরা তাদের অংশ রেখে বাকী টাকা গ্রাহকদের হাতে দেন। তারা অভিযোগে জানান যে, ওই দুই দালাল এভাবে ঋণ আদান প্রদানের মাধ্যমে মাধবপুর কৃষি ব্যাংকটিকে যেমন লোকসানের দিকে ঠেলে দিচ্ছে তেমনি গ্রাহকরা চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন। দালাল চক্রের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগিরা।