Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সোসাইটি, ইউকে’র সম্পাদক মুন্তাকিমের মায়ের মৃত্যুতে বার্মিংহাম ও মিডল্যান্ডসের বিভিন্ন নেতৃবৃন্দের শোক

জিয়া তালুকদার, বার্মিংহাম থেকে ॥ হবিগঞ্জ সোসাইটি, ইউকে’র সাধারণ সম্পাদক এম এ মুন্তাকিম ও স্কটল্যান্ড আওয়ামীলীগের সভাপতি আনিস আহমেদ চৌধুরীর মাতা রাবেয়া চৌধুরী (৭৬) সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকা হাসপাতালে ইন্তেকাল করেছেন। উনার মৃত্যুতে বার্মিংহাম ও মিডল্যান্ডসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তন্মধ্যে হবিগঞ্জ সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন তালুকদার, কমরেড মসুদ আহমেদ, বাংলা ভয়েসের সম্পাদক ও বাংলা প্রেসক্লাব বার্মিংহাম সভাপতি মোহাম্মদ মারুফ, বিশিষ্ট কমিউনিটি নেতা কবির উদ্দিন, চ্যানেল আই মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডস সেক্রেটারি ওয়াছি উদ্দিন তালুকদার রায়হান, আওয়ামীলীগ নেতা আকমল খান, বিশিষ্ট সাংবাদিক আশরাফুল ওয়াহিদ দুলাল, বাংলা ভয়েস পত্রিকার বার্তা সম্পাদক  আতিকুর রাহমান, ক্রীড়ালোক এর ইউকে প্রতিনিধি সাহিদুর রাহমান সুহেল, বাংলা টিভির মিডল্যান্ডস ব্যুরো চীফ মোরশেদ চৌধুরী, হবিগঞ্জ সোসাইটির অন্যতম সদস্য এবি চৌধুরী অপু, কভেন্ট্রি হবিগঞ্জবাসির পক্ষে বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যনির্বাহী সদস্য রহমান জাবের, জাসদ নেতা সোহেল আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন, কভেন্ট্রি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, এনটিভি কভেন্ট্রি প্রতিনিধি হোসেন আহমেদসহ আরো অনেকে।
উল্লেখ্য, মরহুম রাবেয়া চৌধুরী ম্যানচেষ্টার নিবাসী মোস্তফা চৌধুরী এমবিই’র বোন ও স্কটল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা ফয়সাল চৌধুরী এমবিই’র বড় ফুফু।