Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে দফাদার ও গ্রাম পুলিশ সমাবেশ

বানিয়াচং প্রতিনিধি ॥ গ্রামে পাড়া মহল্লায় মানুষের পাশে থেকে নিরাপত্তা প্রদানে গ্রাম পুলিশের বিকল্প নেই। আজও সমাজে গ্রাম পুলিশকে আপনজন হিসেবে মনে করে। যে কোন বিপদ আপদে গ্রামের মানুষ প্রথমেই গ্রাম পুলিশের দেখা পায় এবং তারাই সাহস যোগায়। ২ ফেব্র“য়ারী দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার সকল দফাদার ও গ্রাম পুলিশদের সমাবেশে উপরোক্ত কথা বলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। উপস্থিত ছিলেন সিএ মহিবুর রহমান, ইউএনও সহকারী সফর আলী, উপজেলা টেকনিশিয়ান মোঃ কাউছার আহমদ। ইউএনও আরও বলেন বর্তমান আপদকালীন সময়ে সংগঠিত যে কোন অপরাধমূলক কার্যক্রমের আগাম গোপন তথ্য জ্ঞাত হওয়া মাত্র সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান, ওসিকে তাৎক্ষনিক মোবাইলে জানাতে অনুরোধ করেন। সমাবেশে গ্রাম পুলিশদের বিভিন্ন সমস্যা ও দায়িত্ব পালনকালে প্রতিবন্ধকতার বিষয়ে বক্তৃতা করেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি দফাদার মোঃ দুদু মিয়া ও মক্রমপুর ইউ.পি দফাদার শেখ ইউনুছ মিয়া, গ্রাম পুলিশ নন্দ সরকার প্রমুখ। অনুষ্ঠানে আগামী ২৩ ফেব্র“য়ারী সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫টি ইউ.পি দফাদার ও গ্রাম পুলিশদের আহুত সমাবেশে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।