Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে এক কিশোর অপরহণ মুক্তিপণে খোয়াইমুখ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ওয়াসিফ নামে ১৫ বছর বয়সী এক শিশুকে অপরহণ করে স্বজনদের কাছ থেকে বিশ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে অপহরণকারী চক্র। এ ঘটনা জানা জানি হলে স্থানীয়দের মাঝে তোলপাড় সৃষ্টি হয়। অনেকে আতংকিত হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওয়াসিফ বড়বাজার পেছনের রোড থেকে অপরহণ হয়। ৬ ঘন্টা পর সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের খোয়াইমূখ এলাকা থেকে স্বজনরা তাকে উদ্ধার করেন। ওয়াসিফ উপজেলা সদরের চানপাড়ার আব্দুল ওয়াহেদ এর পুত্র। অপহৃত ওয়াসিফ এর স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওয়াসিফ জুতা কেনার জন্য বড়বাজারে যায়। একটি দোকান থেকে জুতা কিনে সে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। জুতার দোকান থেকে বের হওয়া মাত্রই পার্শ্ববর্তী অন্য একটি দোকানের সামন থেকে ওয়াসিফকে মাইক্রো গাড়িতে তুলে নেয় অপহরণকারীচক্র। মধ্যহ্নভোজের সময় বাজারের পেছনের রোডটি তখন নির্জন ছিল। অপহরণকারী চক্রের গাড়িতে তিন জন পুরুষ ও এক মহিলা ছিল। গাড়িতে তুলে ওয়াসিফের নাকে রুমাল চেপে ধরার পর সে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ওয়াসিফ বাজার থেকে বাড়ি ফেরতে দেরি হওয়ায় তার বাবা আব্দুল ওয়াহেদ তার ব্যক্তিগত মোবাইলে ফোন করলে বন্ধ পান। বিকেলের দিকে ওয়াসিফের বাবার মোবাইলে অপহরণকারী চক্র (০১৭৭০১৩৬৭৭৬) নম্বর থেকে ফোন করে তাকে অপহরণের কথা জানায়। এ সময় ১লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অন্যতায় ওয়াসিফকে মেরে ফেলার হুমকি দেয়। এক ঘন্টার ভেতরে বিকাশ (০১৭০৩৫৬৪৭৯১) নম্বরে টাকা পাঠাতে দাবি করে। ওয়াসিফের স্বজনরা বিকাশে ২০ হাজার টাকা পাঠালে সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের খোয়াইমুখ এলাকায় ওয়াসিফকে ছেড়ে দেয় অপহরণকারী চক্র। স্বজনরা খবর পেয়ে ওয়াসিফকে বাড়ি নিয়ে আসেন। বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। এব্যাপারে থানায় কোনো জিডি কিংবা মামলা হয়নি। তবে অপহৃত ওয়াসিফের অভিভাবক মৌখিক অভিযোগ করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বিকেলের দিকে পুলিশ মোবাইল ট্যাকিংয়ে নিশ্চিত হয় বানিয়াচং সাগরদীঘির পূর্বপাড় এলাকার টাওয়ারের অধীনে অপহরণকারী চক্রের অবস্থান। সন্দেহজন ক’টি স্থানে পুলিশ অভিযান চালায়।