Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর এলাকায় ৪৫ বছরের ভোগ দখলীয় জায়গায় জোরপূর্বক মাটি কর্তন ॥ থানায় অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামে আদালতে বিচারাধীন ভূমিতে মাটি কর্তনের অভিযোগে ওই গ্রামের ২ ব্যক্তির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কর্তনকারীদের মাটি কাটা থেকে নিবৃত করে।
জানা যায়, নবীগঞ্জ শহরের আনোয়ারা বিপনীর মৃত ইদ্রিছ আলীর পুত্র বেলায়েত হোসেন গতকাল নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন তার ৪৫ বছর যাবত ভোগদখলীয় মৌজা-নহরপুর, জে.এল নং-৯১, হাল-৯৪, এস.এ খতিয়ান নং-১৭, দাগ নং-২৩৮, আরএস খতিয়ান নং-৩৩২, ডিপি খতিয়ান নং- ২৩৯, দাগ নং-২৪৮ তফশীলভূক্ত ভূমি নিয়ে নহরপুর গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র আব্দুল হান্নান ওরপে মাসুক মিয়া এবং মৃত ধন মিয়ার পুত্র সুমন মিয়ার সাথে তার বিরোধ চলে আসছে এবং বিজ্ঞ আদালতে ২০১৪ ইংরেজী সনের ৫৫ নং স্বত্ব মামলা বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন থাকা স্বত্বেও উল্লেখিতরা আক্রোশান্বিত হয়ে গতকাল সকাল সাড়ে ৮টায় উক্ত ভূমিতে জোর পূর্ব মাটি খনন করতে থাকে। তাদের মাটি কাটার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে নিবৃত করতে না পারায় তিনি গতকাল নবীগঞ্জ থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কর্তনকারীদের নিবৃত করে।