Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ইউএনও তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের বিকল্প নেই

চুনারুঘাট প্রতিনিধি ॥ কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ৮২ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব ছাত্রছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাস্টার, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব এম.এ মতিন চৌধুরী। বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মোঃ আল-আমিন হোসেন, ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসেন, বাবুল দাস, খাদিজা আক্তার ও ছাত্রছাত্রীদের পক্ষে মোঃ দিদার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। কাজী নজরুল ইসলামের  সংকল্প কবিতার উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন বদ্ধ ঘর থেকে আসতে হলে ইন্টারনেটের উপর জ্ঞান লাভ করতে হবে।